মাকে ভালোবাসো

দিন রাত সব এক করে
তোমার রোগে যার জল ঝরে।
তিনিই তোমার আমার মা
কখনো তাকেঁ ভুলে যেও না।

মাকে ভালোবাসো
মাকে সময় দিতে শেখো।
তাঁর নিও খোজখবর কষ্ট দিও না
মা হারিয়ে গেলে আর কোথাও পাবে না।

তোমার শিক্ষার শুরু আদর্শ তিনি
তাঁর প্ররিশ্রম,দোয়ায় তুমি আজ গুণী।
তিনি তোমার অস্তিত্ব, তিনি তোমার অহংকার
তোমার মায়ের বিরুদ্ধে অভিযোগ যেন না থাকে আর।

আজ তুমি স্মার্ট! স্টাটাসে মা মেলে না
বউ বাচ্চা নিয়ে খুশি! মাকে তাই লাগে না।
মায়ের ঋণ আজ করছো শোধ বৃদ্ধাশ্রমে দিয়ে
কৃষক শ্রমিককের মা না এরা শোন মন দিয়ে।
মা দিবসের অঙ্গীকার, ফিরিয়ে দাও তার অধিকার!

থাকবে না আর বৃদ্ধাশ্রম
মায়েরা থাকবে পরিবারের হয়ে! শান্তিতে দেবে ঘুম।
মায়ের জন্য করো দোয়া,দাও উপহার
দাও মাঝে মাঝে টাকা!পূরণ হোক ছোট্ট ছোট্ট আবদার।

মাজেদুর রহমান
শিক্ষার্থী, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট (সদ্য পাস)

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন

“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.