বিজয়ের দিন আজ!নেই যে চাল ঘরে
ছোট ছেলেটা আজ কেঁদে কেঁদে ফিরে।
টুটুলরা গেলো মেলায়! আমিও যাবো বাবা
পতাকা নিবো, জিলাপি কিনে দিবা!
বাবা কয় আমরা হলাম গরিব মানুষ!
চাল ডাল কিনতে থাকে না যে হুস!
মেলা হলো চাকরিজীবির! বিজয়টাও ওদের কেনা
আজ ৫২ বছর! তবু পাই না পেট পুরে খানা।
কিসের বিজয়! কিসের আল্লাদ!কৃষকের পেটে লাথি
রিকসাচালক, ঠেলার গাড়োয়ান, ছুতোরের অতিত স্মৃতি।
মাংস যে কিনেছি কবে,ইলিশের গন্ধ গেছি ভুলে
ডাল আর মুলা দিয়েই আপাতত চলে।
আলু তো যেন স্বর্গে হয় চাষ! যমদূত দে পানি
চা শরবতে আজ লবণ হয়েছে চিনি।
পেঁয়াজ আজ দেবতারা খায়, ডিম আজ অমলেট
বাজার থেকে ফিরে বউয়ের কেট কেট।
দাম তো বেড়েছে রোজগার গেছে কমে
খানাপিনাও বন্ধ হবে বুঝি! হরতাল অবরতের নামে।
দেশে যা কিছুই হোক! করিনি তো আশা
না খেয়ে মরবে বুঝি এখন কৃষক শ্রমিক চাষা।
বিজয়ের হাসিটা আজ হাসতে পারি না ভাই
ছেলের কান্না, বউয়ের গোমরা মুখের দিকে তাকায়।
বউয়ের শীতের স্নো, মেয়েটার কোল্ডক্রিম
বাসন কোসন মাজতে লিকুয়িড ভিম।
মেট্রোরেলের গতিতে বাড়া বাজারের গতি
নিয়েছে কেড়ে শান্তি ও ঘুম!
লেখক- মাজেদুর রহমান, শিক্ষার্থী
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.