ঈদ শব্দে মুখরিত বাতাস
ঘোলাটে মেঘে ঢাকা আকাশ
ঈদ ঈদ শব্দে মুখরিত বাতাস।
ইফতার করে পটকা নিয়ে হাতে
বেরিয়েছে ঈদ ছড়িয়ে দিতে।
আতশবাজি, ফানুস ওড়া
পটকা ছাড়া ঈদ দে না বুঝি সারা!
শব্দে শব্দে মুখরিত আকাশ বাতাসস
বারুদের গন্ধে নেয়া যায় না যে শ্বাস।
আলোকসজ্জা, মরিচ বাতির ঘেরা
বাইক রাইডার ছাড়া ঈদ যায় না করা।
অটোতে বাসেতে ঘেসাঘেসি
রেস্টুরেন্টে ভীর
মোটর সাইকেল, পাজারোর শব্দে পাখি হারিয়েছে নীড়।
ভাবছে বুঝি ৭১ আবার এলো
আকাশে বারুদের গন্ধে জীবন বুঝি গেল।
কেনাকাটায় ব্যস্ত সবাই নেই যে কোনো খেয়াল
অবিভাবকদের অবস্থা করেছে বেহাল।
মাজেদুর রহমান
শিক্ষার্থী, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট (সদ্য পাস)
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.