বৃদ্ধাকে ঘর তোলে দিলো হিলফুল ফুযূল 

জামালপুরের দেওয়ানগঞ্জে দিগলকান্দি হিলফুল ফুযূল সংগঠনের উদ্যোগে ফুলবানু (৬০) নামের এক বৃদ্ধার ঘর তোলে দেওয়া হয়েছে। বিধবা ফুলবানু ঘরে পেয়ে বেশ খুশি।

সুবিধাভোগী ফুলবানু (ছন্দনাম) উপজেলার দিগলকান্দি গ্রামের বাসিন্দা। তার কোনো সন্তান নেই।

সংগঠনের সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দিগলকান্দি গ্রামের স্থানীয় একটি সংগঠন হিলফুল ফুযূল।বিধবা ফুলবানুর নিজের কোনো বসতভিটার জমি ও সন্তান নেই। তাই অন্যের দানকৃত জমিতে তাকে একটি ঘর তোলে দেন এ সংগঠনটি।

হিলফুল ফুযুল সংগঠনের সভাপতি মো. নবীকুল ইসলাম বলেন, এ সংগঠন ২০২১ সাল থেকে আমাদের গ্রামের বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। আগামী দিনগুলোতেও ঘর তৈরি করে দেওয়াসহ সেবামূলক কাজ করতে চাই। এমন কাজে আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকতে পারেন।

সংগঠনের সদস্য মো. মিনহাজ উদ্দিন বলেন, আমরা চাই এ সংগঠন গ্রামের উন্নয়নমূলক কাজের অংশীদার হোক। আমাদের লক্ষ্য হচ্ছে দিগলকান্দি গ্রামের সকল অসহায় পরিবারের পাশে দাড়াঁনো। গ্রামের জনকল্যাণমূলক কাজ করতে আমরা বদ্ধপরিকর। এসব কাজে আর্থিক সহযোগিতা ও পরামর্শ দিয়ে পাশে থাকার জন্য সমাজের বৃত্তবানদের প্রতি অনুরোধ জানাই।

সেক্রেটারি মো. সাব্বির  বলেন, একমাত্র মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দিঘলকান্দি হিলফুল ফুযূল সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সংগঠনের সূচনা লগ্ন থেকে সম্মানিত সদস্যগণ বিনা পারিশ্রমিকে এলাকার জনকল্যাণমূলক কাজে শ্রম দিয়ে যাচ্ছেন। শুধু শ্রম দিয়েই ক্ষান্ত নন তারা প্রত্যেকেই নিয়মিত অর্থ প্রদান করে যাচ্ছেন। পরিশেষে আমি বলতে চাই আমাদের এ মহৎ কাজকে এগিয়ে নেওয়ার জন্য সকলেই আর্থিক সহযোগিতা ও উত্তম পরামর্শ দিয়ে পাশে থাকবেন।

Comments are closed.