রাজশাহী শহরে “বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, রাজশাহী জেলা শাখা” এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও রক্তদানে উদ্ভুদ্ধ করণ গত ৮ ই আগস্ট (সোমবার) তিনটি ভিন্ন স্থানে তিনটি ক্যাম্পেই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন রাজশাহী জেলার আঞ্চলিক শুভেচ্ছাদূত জনাব আদনান হাবিব। তিনি বলেন, “রাজশাহী জেলার শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের মাঝে রক্তদানের কার্যক্রমকে ছড়িয়ে দেওয়ার জন্যে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানাই। তিনি আরও বলেন, ঢাকা ও বিভিন্ন জেলা থেকে আগত স্বেচ্ছাসেবীরা মানবতার জন্য যে ক্যাম্পেইনটি করে নিম্ন আয়ের মানুষদের জন্য যা করেছে তা সত্যিই প্রশংসনীয়।
রাজশাহী কোর্ট এলাকা, রওজাতুস সালেহিন হাফেজিয়া মাদ্রাসা, হেতেম খাঁ এবং লক্ষ্মীপুর ঝাউতলা মোড় হাফেজিয়া মাদ্রাসা -তে এইদিন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় প্রায় চার শতাধিক মানুষকে।
উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর প্রতিষ্ঠাতা আনিসুজ্জামান নাহিদ, সংগঠনের প্রধান সমন্বয়ক এসানুল হক জয় এবং বিভিন্ন জেলা সমন্বয়ক ও রাজশাহী জেলার সাধারণ স্বেচ্ছাসেবীরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব আনিসুজ্জামান নাহিদ বলেন, “মানুষের কল্যাণে মানবতার কল্যাণে আমরা সারাদেশব্যাপী কাজ করে যাচ্ছি। এর আগে আমরা সারাদেশে ১৫ টি ক্যাম্পেইন সুসম্পন্ন করেছি। ইনশাআল্লাহ্ বাংলাদেশের ৬৪ জেলায় আমরা ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করবো।”
উল্লেখ্য, রাজশাহীতে সংগঠনের ১৬ তম, ১৭ তম এবং ১৮ তম ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
আনিসুজ্জামান নাহিদ
প্রতিষ্ঠাতা ও পলিচালক বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.