পাটের স্যানিটারি প্যাড তৈরির প্রযুক্তি উদ্ভাবনে আন্তর্জাতিক পুরষ্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী

পাটের সেলুলোজ থেকে পরিবেশ-বান্ধব স্যানিটারি প্যাড তৈরির যন্ত্র উদ্ভাবনের প্রস্তাবের জন্য ৪র্থ ইনোভেশন পিচ প্রতিযোগিতায় গ্র্যান্ড পুরষ্কার জিতেছেন বাংলাদেশি বিজ্ঞানী ফারহানা সুলতানা। তিনি আন্তার্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) সহকারী বিজ্ঞানী।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছে আইসিডিডিআরবি।

আমেরিকান সোসাইটি ফর ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন (এএসটিএমএইচ) নামের একটি সংস্থা এ প্রতিযোগিতার আয়োজন করে। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল—মহামারি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্বাস্থ্য সম্মত বিশ্ব সম্প্রদায়।

মেয়েদের টেকসই মাসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য ভূমিকা রাখায় ইনোভেশন পিচ প্রতিযোগিতার ৪র্থ আসরে সেরা পুরষ্কারটি নিজের দখলে করে নিয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী ফারহানা সুলতানা।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এর সহকারি বিজ্ঞানী পদে কর্মরত ফারহানা সুলতানা ও বাংলাদেশের আরেক বিজ্ঞানী ড. মুবারক আহমেদ খান যৌথভাবে এই স্যানিটারি প্যাড তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেন।

আইসিডিডিআর’বি জানিয়েছে, পুরস্কার অংক হিসেবে ফারহানা সুলতানাকে ৫ হাজার মার্কিন ডলার দিয়েছে এএসটিএমএইচ। একইসঙ্গে ২০২২ সালে অনুষ্ঠিতব্য ৫ম ইনোভেশন পিচ প্রতিযোগিতায় বিচারক হবেন তিনি।

আইসিডিডিআর’বি জানিয়েছে, বাংলাদেশের নারী ও মেয়েদের স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও মাসিক স্বাস্থ্যের জন্য বিকল্প সমাধান হিসেবে একে দেখা হচ্ছে। বর্তমানে বাংলাদেশে পাট থেকে প্যাড তৈরির কোনো প্রযুক্তি নেই। পাট থেকে প্যাড তৈরির প্রযুক্তি বাজারজাতকরণের জন্য একটি বড় বাধা।

তারা আরও জানিয়েছে, পুরস্কারের অর্থ দিয়ে সুলতানা পরিবেশ-বান্ধব স্যানিটারি প্যাডের পরীক্ষামূলক উৎপাদনের প্রকল্প পরিচালনা করতে চান। একটি ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করবেন, নিজের দক্ষতা বৃদ্ধিতে কাজ করবেন এবং বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন উপায় খুঁজবেন। সূত্র: দ্য রিপোর্ট

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.