আন্তর্জাতিক ওয়ানডেতে নারীদের ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি হাঁকালেন শারমিন আক্তার সুপ্তা। এর আগে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ৭৫ রানের ছিল।
মঙ্গলবার (২৩ নভেম্বর) জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান শারমিন।
চলমান বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ খেলছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। বাছাইপর্বে প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে তারা। এবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়ছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যাটার শারমিন ওপেনিংয়ে নেমে অসাধারণ খেলে চলছেন। যেখানে দারুণ ছন্দে এগিয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে নারীদের ক্রিকেটে বাংলাদেশকে প্রথম সেঞ্চুরি উপহার দিলেন শারমিন আক্তার সুপ্তা। ক্রিকেটে ইতিহাসে বাংলাদেশের হয়ে লেখালেন এই ওপেনার।
এর আগে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ৭৫ রানের ছিল। যা রুমানা আহমেদ ও সালমা খাতুন দু’জন ৭৫ রানের ইনিংস খেলেছিলেন। ২০১৩ সালে ভারতের বিপক্ষে আহমেদাবাদে ৭৫ রানের অপরাজিত ছিলেন সালমা। পরের ম্যাচে একই প্রতিপক্ষের সঙ্গে একই ভেন্যুতে রুমানাও ৭৫ রান করেছিলেন। এবার তাদেরও ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দারুণ কীর্তি গড়েন শারমিন।
জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১১৮ বলে ৯ চারে সাহায্যে সেঞ্চুরি করেন অভিজ্ঞ ব্যাটার শারমিন। নিজের ২৬তম ম্যাচ খেলতে নেমে ২৫ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার এই কীর্তি গড়লেন।
এর আগে শারমিনের ব্যক্তিগত সর্বোচ্চ ৭৪ রান ছিল। যা ২০১৭ সালে কক্সবাজারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংসটি খেলেছিলেন তিনি।
পুরুষদের ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছেন মেহরাব হোসেন অপি। এবার নারীদের ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাসে নাম লেখালেন শারমিন আক্তার সুপ্তা। সূত্র: নট আউট
Comments are closed.