আগামী বুধবার (২৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ইতিমধ্যে ফলাফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) ঢাবির অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, আগামীকাল মঙ্গলবার ‘গ’ ইউনিটের ফল প্রকাশ করা হবে। কাল আনুষ্ঠানিকভাবে উপাচার্য মহোদয় ‘গ’ ইউনিটের ফল ঘোষণা করবেন। এরপরে বুধবার (২৪ নভেম্বর) ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেখানে এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এক লাখ ১৫ হাজার ৮৮১ জন আবেদন করেছিলেন। ভর্তি পরীক্ষায় ৮২ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.