দেওয়ানগঞ্জ পৌরশহরে বিডিক্লিনের পরিচ্ছন্ন অভিযান

“ময়লা কুড়িয়ে রাস্তা পরিষ্কার করা আমাদের উদ্দেশ্য নয় বরং আমরা ময়লা কুড়াই যাতে আপনার বিবেক জাগ্রত হয়।“ এই স্লোগানকে সামনে রেখে দেওয়ানগঞ্জ পৌরশহরের বিডি ক্লিনের কার্যক্রম ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

শুক্রবার (১ জুলাই) পৌর শহরের দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা ও এর আশেপাশের এলাকায় ময়লা আবর্জনা পরিষ্কারের অভিযানে নামেন বিডি ক্লিনের সদস্যরা।

প্রতি শুক্রবার পৌর শহরের একটি নির্দিষ্ট স্থানকে টার্গেট করে হাতে ঝাড়ু নিয়ে নর্দমা থেকে ময়লা তুলে পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে তারা। সেই ধারাবাহিকতায় আজ ১ জুলাই পৌর শহরের দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা ও এর আশেপাশের এলাকায় ময়লা আবর্জনা পরিষ্কারের অভিযানে নামেন বিডি ক্লিনের সদস্যবৃন্দ আজকের অভিযান  ছিল তাদের তৃতীয় ইভেন্ট। এটি একটি স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন যারা সারা বাংলাদেশে তাদের পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, দেয়ানগন্জ বিডি ক্লিনের প্রথম উদ্যোগ নেয় বিজয় নামে এক সেচ্ছাসেবী, এরপর ঢাকা মহাখালি জোনের সদস্য দেওয়ানগঞ্জের নাজমুল হোসেন নিয়াজ এর সহযোগিতায় দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক পৌর মেয়র নুরুন্নবী অপুর সার্বিক দিক নির্দেশনায় বিডি ক্লিন দেওয়ানগঞ্জে তাদের কার্যক্রম শুরু করে।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক পৌর মেয়র নুরুন্নবী অপু বলেন, এখানে আমরা সবাই সদস্য এবং এটা একটা সেচ্ছাসবী সংগঠন যার কোন শো আপ করার উদ্দেশ্য আমাদের মাঝে নেই ,সত্যিকার অর্থে আমরা একটা পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে চাই সেই লক্ষে বিডি ক্লিনের প্ল্যাটফর্মে আমরা এই পরিচ্ছন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি আশা করি এতে করে প্রাণের দেওয়ানগঞ্জ কিছুটা হলেও আলোকিত হবে।

মো: তারেক মাহমুদকালেরকন্ঠ দেওয়ানগঞ্জ প্রতিনিধি (জামালপুর)।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.