আগামী ২৭ আগস্ট থেকে মাঠে গড়াবে এশিয়া কাপের ১৫তম আসর। আসরটি শ্রীলঙ্কায় আয়োজিত হওয়ার কথা থাকলেও দেশটির চলতি অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। এবারের আসরে অংশ নিবে মোট ছয়টি দল।
এবার চূড়ান্ত হলো এশিয়া কাপের সবগুলো দল। আরব আমিরাতকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বাছাইপর্ব থেকে এশিয়া কাপে অংশ নিতে যাচ্ছে হংকং। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের লড়াইয়ের মধ্য দিয়ে এবারের আসরের প্রথম ম্যাচ মাঠে গড়াবে।
এবারের টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাছাই পর্ব আসা হংকং রয়েছে। এবারের আসরের দলগুলোকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে ভারত এবং পাকিস্তানের পাশাপাশি হংকং রয়েছে। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কা ও আফগানিস্তান রয়েছে।
দেখে নিন এই ছয় দলের এশিয়া কাপের স্কোয়াড:
বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মাহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, ইবাদত হোসেন, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ।
পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির, আসিফ আলি, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশফিল শাহ, মোহাম্মদ নাওয়াজ।
ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আর্শদিপ সিং, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত, দিনেশ কার্তিক, রবি বিষ্ণই, আভেশ খান, দিপক হুডা, যুজবেন্দ্র চাহাল।
আফগানিস্তান স্কোয়াড: মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান (সহ-অধিনায়ক), আফসার জাজাই (উইকেটরক্ষক), মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, হাশমতউল্লাহ শাহিদী, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, করিম জানাত,নাজিবুল্লাহ জাদরান, নাভিন উল হক, নুর আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, সামিল্লাহ শিনওয়ারি, আজমতউল্লাহ উমরজাই, ফরিদ আহমেদ মালিক।
শ্রীলঙ্কা স্কোয়াড: দাশুন শানাকা (অধিনায়ক), ধানুশকা গুনাথিলাকা, পাথুন নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকশা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, বিনুরা ফার্নান্দো, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশকানা, মাথিসা পাথিরানা, দীনেশ চান্দিমাল, নুয়াইনদু ফার্নান্দো, কাসুন রাজিথা, অ্যাশেন বান্দ্রা, ধনঞ্জয়া ডি সিলভা, জেফারি ভ্যানিডারসি, প্রবীন জয়াবিক্রমা, দুশমান্তা চামিরা।
হংকং স্কোয়াড: নিজাকাত খান (অধিনায়ক), ইয়াসিন মুর্তজা, বাবর হায়াত, কিঞ্চিত শাহ, আইজাজ খান, এহসান খান, আইয়ুশ শুকলা, জিশান আলী, মোহাম্মদ গাজানফার, হারুন আরশাদ, স্কট ম্যাককেইন।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখার পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.