ইতিমধ্যেই ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে।যেখানে ১১ টি বোর্ডের এবার গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। এবার নাম্বার সহ এসএসসি পরীক্ষার ফলাফল দেখার জন্য প্রতি বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করলেই দেখা যাবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট
ঢাকা শিক্ষাবোর্ড: https://dhakaeducationboard.gov.bd
ময়মনসিংহ শিক্ষাবোর্ড: https://www.mymensingheducationboard.gov.bd
কুমিল্লা শিক্ষাবোর্ড: https://comillaboard.portal.gov.bd
বরিশাল শিক্ষাবোর্ড: https://barisalboard.portal.gov.bd
সিলেট শিক্ষাবোর্ড: https://sylhetboard.gov.bd
চট্টগ্রাম শিক্ষাবোর্ড: https://web.bise-ctg.gov.bd/bisectg
যশোর শিক্ষাবোর্ড: https://www.jessoreboard.gov.bd
রাজশাহী শিক্ষাবোর্ড: http://www.rajshahieducationboard.gov.bd
দিনাজপুর শিক্ষাবোর্ড: http://dinajpureducationboard.gov.bd
মাদ্রাসা শিক্ষাবোর্ড: http://www.bmeb.gov.bd
কারিগরি শিক্ষাবোর্ড: http://www.bteb.gov.bd
চলতি বছর পৃথকভাবে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৮৮.১০ শতাংশ, মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.২২ শতাংশ এবং কারিগরি বোর্ডে পাসের হার ৮৪.০৭ শতাংশ।
এছাড়া সাধারণ শিক্ষা শিক্ষাবোর্ডের মধ্যে ঢাকায় পাসের হার ৯০ শতাংশ, ময়মনসিংহে ৮৬.০৭ শতাংশ, রাজশাহীতে ৮৫.৮৮ শতাংশ, কুমিল্লায় ৯১.২৮ শতাংশ, যশোরে ৯৫.০৩ শতাংশ, চট্টগ্রামে ৮৭.৫৩ শতাংশ, বরিশালে ৮৯.৬১ শতাংশ, দিনাজপুরে ৮১.১৪ শতাংশ, সিলেটে ৭৮.৮২ শতাংশ।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.