২০২২ সালের মাদ্রাসা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ। যেসব শিক্ষার্থীরা এ ফলে সন্তুষ্ট নয় তরা পুনঃনিরীক্ষার আবেদন করার সুযোগ পাবে। যা ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত এ আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।
সোমবার (২৮ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক মোঃ কামাল উদ্দিনের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
> শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইল ফোনের Message অপশনে গিয়ে RSC <Space> দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর অর্থাৎ MAD লিখে <Space> রোল নম্বর লিখে আবার <Space> দিয়ে Subject Code লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণঃ RSC <Space> MAD <Space> রোল নম্বর (যেমন- 373631 ) < Space > দিয়ে Subject Code (যেমন- কুরআন মাজিদ ও তাজভিদ- 101, ইসলামের ইতিহাস- 109 ) লিখে Send করতে হবে 16222 নম্বরে।
> অপেক্ষা করুন ফিরতি Message এর জন্য, ফিরতি Message-এ পরীক্ষার নাম, বিষয় কোড, আবেদনের ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি Pin Number প্রদান করা হবে। আবেদনে সম্মত থাকলে পুনরায় Message অপশনে গিয়ে RSC <Space> Yes <Space> Pin Number <Space> Contact Number (যে মোবাইলে নম্বরের মাধ্যমে ফলাফল জানতে চান) লিখে Send করুন 16222 নম্বরে।
> উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। যেমন- কুরআন মাজিদ ও তাজভিন, হাদিস শরিফ ও ইসলামের ইতিহাস এ ০৩ (তিন) বিষয়ের জন্য টেলিটক (প্রি-পেইড) মোবাইলের Message অপশনে গিয়ে RSC <Space> MAD <Space> Roll Number <Space> 101, 109 লিখে 16222 নম্বরে SMS করতে হবে।
> একপত্র বিশিষ্ট বিষয়ের জন্য ১২৫/- (একশত পঁচিশ) টাকা, দুইপত্র বিশিষ্ট বিষয়ের জন্য ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা SMS এর মাধ্যমে পাঠাতে হবে। দুইপত্র বিশিষ্ট বিষয়- কুরআন ও হাদিস শরিফ কোড 101 লিখতে হবে।
> কোন ব্যাংক ড্রাফট করতে হবে না এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কোন প্রকার আবেদন ফরম সরবরাহ করা হবে না ।
বিশেষ দ্রষ্টব্যঃ ২০২২ সালের দাখিল পরীক্ষায় যে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুধুমাত্র সে সকল বিষয়ে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.