দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয়ের পিঠা উৎসব
জামালপুরের দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয় (প্রতিবন্ধী) আয়োজিত ন্যাশনাল ফ্যামিলি এনপুট (এন আই সি ) স্পেশাল অলিম্পিকস অনুষ্ঠিত হয়েছে। শীতের পিঠা পুলির সাংস্কৃতিকর সাথে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে তারা।
প্রতিবন্ধীদের পরিবারের সদস্যদের নিয়ে পিঠা উৎসব, কর্মশালা, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং ক্রীড়া প্রতিযোগিতার মধ্যদিয়ে দিন ব্যাপি নানা কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ একে মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একরামুল হক।
বিশেষ অতিথি ছিলেন খাইরুল ইসলাম এজি এম পল্লী বিদ্যুৎ দেওয়ানগঞ্জ ,জিয়ারুল ইসলাম ,সোহেল রানা ন্যাশনাল কোচ স্পেশাল অলিম্পিক , অরিন্দম পান্ডে ব্যাবস্থাপক স্পেশাল অলিম্পিক বাংলাদেশ, জাহিদ হাসান হিমু, কো অর্ডিনেটর অলিম্পিক বাংলাদেশ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয় কৃষ্ণ সরকার।
এরপরে স্কুলের পক্ষ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পিঠা খাওয়ানো হয়। যার ফলে শীতের হরেক রকম পিঠা খেয়ে আনন্দিত শিশুরা। স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের কর্মকর্তারা শিশুদের মুখে শীতের পিঠা তুলে দেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন সাইফুল ইসলাম প্রধান শিক্ষক বিশেষ শিক্ষা বিদ্যালয় (প্রতিবন্ধী) দেওয়ানগঞ্জ। তিনি জানান প্রতিবন্ধী শিশুদের নতুন কিছুর সাথে পরিচয় করিয়ে দিতেই আজকের এই আয়োজন। শীতের পিঠা পুলির সাংস্কৃতিকর সাথে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে তারা।
মো: তারেক মাহমুদ, কালেরকন্ঠ দেওয়ানগঞ্জ প্রতিনিধি (জামালপুর)।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.