শিশু অধিকার ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। এনসিটিএফ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে” গড়বে শিশু সোনার দেশ ছড়িয়ে দিয়ে আলোর বেশ” এ প্রতিবাদ্যকে সামনে নিয়ে পৌরসভার হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে রুদ্র মহন্ত এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পৌর মেয়র আনজুমান আরা বেগম বন্যা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, স্বাস্থ্য শিক্ষা অফিসার ( সিভিল সার্জন অফিস) আব্দুল হান্নান,মোঃ তোয়াবুর রহমান সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এর জেলা ভলান্টিয়ার হাসনা হেনা, শিশু গবেষক রাদ শাহামাদ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো: মজিবর রহমান, স্যানেটারি ইন্সপেক্টর মো: শফিকুল ইসলাম, অভিভাবক সদস্য জেসমিন আক্তার, এনসিটিএফ এর কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরা‌।

শিশু অধিকার ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজ্ঞা বর্মন।

মো: রাদ শাহামাদ
শিক্ষার্থী, অষ্টম শ্রেণী, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়
ঠাকুরগাঁও

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখার পাঠানোর ঠিকানা [email protected]] 

Comments are closed.