পরিচ্ছন্ন চেহারা,পরিপাটি তার মনটা
হাতে কলম, চোখে সেই চশমাটা।
তিনিই আমার শিক্ষক, মানুষ তৈরীর কারিগর
শেখাতে কখনো করেনি আপন পর।
শিখিয়েছে তিনি মানবতা, করতে বলেছে সেবা
উচ্চ শিক্ষিত হয়ে মনে রাখেই কেবা।
সেই মনে পরে প্রাইমারী, হাইস্কুলের সে মানুষগুলো
তাদের ঠিকানা আজ ভুলো ভুলো।
তারা হয়েছে অবসর প্রাপ্ত আজ
বীজ বুনেছে তাই আমরা এখন গাছ।
আমরা আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার
যত নামি দামি চেয়ার।
প্রাইমারীর সে দুষ্টামী,হাইস্কুলে পালিয়ে যাওয়ার
কলেজের সেই ক্লাস না করা দিন,পাবো না আর।
হয়তো অনেকে চলে গেছেন, কেউ চিরতরে ছুটি
অনেকে হয়তো এখানো বিলাচ্ছেন বিদ্যার খুনসুটি।
সকলের প্রতি সালাম, দোয়া ও ভালোবাসা
আমাদের বড় মানুষ করাটা ছিল আপনাদের আশা।
আমাদের অজিত সম্পদ,পরিবার ভোগ করে
কিছু চায় না তারা, শুধু দোয়া করে।
বেচে থাকো সব জাতির ৩য় পিতামাতা
হয়ে থাকো প্রতিটি সন্তানের বিদ্যার ছাতা।
মাজেদুর রহমান
শিক্ষার্থী, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট (সদ্য পাস)
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.