জামালপুরের ১৬টি গ্রামে সৌদি আরবের সাথে ঈদ উদযাপন

জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ১৬টি গ্রামের আংশিক মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে প্রতিবারের মতো এবারও ঈদুল আজহা উদযাপন করলো। শনিবার (৯ জুলাই) সকাল ৮টায় সরিষাবাড়ি পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টারবাড়ি সংলগ্ন জামে মসজিদ মাঠে পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

যেখানে বলারদিয়ার, মূলবাড়ি, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসি, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড় ও বগারপাড় গ্রামের প্রায় দুই শতাধিক নারী ও পুরুষ অংশ নেন। বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন ইমামতি করেন।

ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিরা বলেন, ১৯৮৬ সালে মিশরের কায়রোতে প্রায় সব মুসলিম দেশের ওলামা-আলেম একত্র হয়ে ঐকমত্য পোষণ করেছিলেন—যে দেশেই আগে ঈদের চাঁদ দেখা যাক না কেন, তারা সৌদি আরবকে অবগত করবে। তারপর সব মুসলিম দেশেই একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মূলত তখন থেকেই আমরা এখানে ঈদের নামাজ আদায় করে আসছি।

পৌরসভার বলারদিয়ার এলাকার আজিম উদ্দিন মাস্টারবাড়ি জামে মসজিদ মাঠে প্রতিবছরই সৌদি আরবের সাথে মিল রেখে ১৫ থেকে ১৬টি গ্রামের মানুষ ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করেন। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

সাতপোয়া চাইন্দার মোড় এলাকার দোকানি ইউসুফ আলী প্রায় ২০ বছর ধরে এ মোড়ে দোকান করছেন। সে সুবাদে ১০ থেকে ১২ বছর হলো তাদের দেখে আসছেন সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করতে।

সালাত আদায় করতে আসা হারুন অর রশিদ নামের অপর এক মুসল্লী বলেন, আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২০০৬ সাল থেকে প্রায় ১৫ থেকে ১৬টি গ্রামের আংশিক লোকজন ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন।

উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের মুয়াজ্জিন জুবায়ের হোসেন বলেন, যারা সৌদি আরবের সঙ্গে আজ নামাজ আদায় করেছে তারা কোন মাজহাব মানে, কোন মাজহাব জানে এটা কেবল তারাই জানে। ওরা এগুলো কোথায় পেলো তা আমরা জানি না, এটা একঘেয়েমি ছাড়া আর কিছুই না।

সরিষাবাড়ি উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মাদ নাজমুল হুদা ফয়জীর দাবি যারা কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস মানে না তারাই এ সকোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস মানে না তারাই এ সমস্ত বিভ্রান্তিকর কাজ করে চলেছেন।

মো: ইমরান মাহমুদ

স্টাফ রিপোর্টার, ভয়েস অফ হ্যালো (শিশু-কিশোর বিষয়ক অনলাইন পোর্টাল)

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.