“এই ঈদে “

চাঁদ ছুপেছে মেঘের কোণে,
উঁকি মারে ওই
চাঁদের মতন খুশি হেরেছে,
মন যে বিষাদময়।

তুমি হাসো, ছেলে হাসে
হাসে ভূবনময়
ভূবনের মাঝে ক’জনের হাসি
সুখের হাসি হয়!

যাচ্ছে মানুষ হাটে হাটে,
গরু-মহিষ নিতে
হাটের অঙনে দেখো না কি
কত মানুষের ক্ষিধে।

ঈদের লগে চেয়ে আছো,
আসমানেতে ওই
নচেৎ কেহ চেয়ে আছে
অশ্রু ফেলার লই।

নতুন জামা, নতুন ঘড়ি
নতুন কাজল এই
নচেৎ কতেক রয় সারাদিন
নিগূঢ় ক্ষপে ওই।

বাতাস টানে মেঘের লাগাম,
সজোরেতে বৈ
যথায় টানে নূন্য-কয়ের অশনাদি
ভূস্বামীরা ওই।

কেনো করিস এমন তোরা
বল শালাদের দল,
তোদের মাঝে দয়া নেই
বুড়ো শালিকের দল।

আরেক আছে, রবেই পাছে
সারা জীবনভর,
সহা করে না, দ্বিধা করে না
বাড়ে শুধু তার কথার কর।

তোর হবে না, কারো হবে না
তোদের ত্যাগ শুধু
হেতু তোরা করিস হরণ,
দুঃখীর ন্যায্য শুধু।

খোদা তুমি করো হিদায়াত
হরণখোরদের ওই
সঠিক পথে তাদের চালাও
যাতে- তাদের ন্যায্যপ্রাপ্তি হয়

মো: রাশিদ শাবাব মুফরাদ
শিক্ষার্থী, নবম শ্রেণী, হাশেমিয়া কামিল মাদ্রাসা, কক্সবাজার

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.