যে শহরে বসবাস করলে প্রায় ৩০ লাখ টাকা দেবে!

বিশ্বে এমন একটা শহর রয়েছে যেখানে বসবাস শুরু করলে আপনাকে লাখ লাখ টাকা দিবে প্রশাসন! অবাকময় সুযোগ পেতে যেতে হবে ইতালিতে। তবে পুরো ইতালিতে নয় মাত্র একটি নির্দিষ্ট শহরের জন্য এই সুযোগ ঘোষণা করা হয়েছে।

ইতালির শহর প্রেসিস ও অ্যাকোয়ারিকা-তেই মিলবে এ সুযোগ। সেখানকার আকর্ষণীয় অফারটির কথা শুনে আপনার সেখানেই থেকে যাওয়ার ইচ্ছে হতেই পারে। ইতালির একেবারে দক্ষিণ প্রান্তে উপস্থিত প্রেসিস নামক শহরে বাড়ি কিনে তিন বছরের বেশি থাকলেই প্রশাসনর পক্ষ থেকে পেয়ে যাবেন প্রায় ৩০ হাজার ইউরো! যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ লাখ।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, এই আকর্ষণীয় সুযোগটি দিলে সেই শহরের জনসংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রোধ করা সম্ভব হবে ধারণা করেছে সেখানকার প্রশাসন। তবে শর্ত হচ্ছে, সেই শহরে যারা বাড়ি কিনবেন, তাদের বয়স ৪০ বছরের বেশি হওয়া যাবে না। আর অর্থনীতিকে চাঙ্গা করার জন্য শহরে একটি নতুন ব্যবসা শুরু করতে হবে। এছাড়া যে বাড়িটি কিনবেন তা ১৯৯১ সালের আগে তৈরি হতে হবে।

প্রসাশনের পক্ষ থেকে এই টাকা দুই ভাগে দেওয়া হবে। প্রথম ভাগটা দেওয়া হবে বাড়ি কেনার সময়ে আর শেষ ভাগটা দেওয়া হবে বাড়়িতে যদি কোনো মেরামতের কাজের প্রয়োজন হয়।

২০১৯ সালে প্রেসিস ও অ্যাকোয়ারিকা নামে দুই শহর একসঙ্গে যোগ করা হয়। শহরগুলোর আর্থিক পরিস্থিতির উন্নতির জন্যই করা হয় এই পরিকল্পনা। দুই শহরের মোট জনসংখ্যা মাত্র ৯হাজার।

এখানেই শেষ নয় এই শহরে বসতি স্থাপনের জন্য আরও বেশ কিছু ‘অফার’ প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। নতুন ব্যবসা শুরু করলে করের উপর বিশেষ ছাড়, সন্তানের জন্ম দিলে বিশেষ বোনাসেরও ব্যবস্থা রয়েছে সেখানে।

Comments are closed.