মিলন স্মৃতি পাঠাগারের উদ্যোগে ‘মাজালিয়া গণপাঠাগার’ উদ্বোধন

মিলন স্মৃতি পাঠাগারের উদ্যোগে মাজালিয়া গ্রামে ‘মাজালিয়া গণপাঠাগার’উদ্বোধন করা হয়েছে। জামালপুরের সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামে শিক্ষার আলো অনেকাংশে কম থাকায় এই প্রত্যন্ত গ্রামে সকলের মাঝে বই পড়া ছড়িয়ে দিতে পাঠাগার করা হয়।

শনিবার (১৬ অক্টোবর) মাজালিয়া গ্রামে মিলন স্মৃতি পাঠাগারের সহযোগিতায় একটি শাখা লাইব্রেরীর উদ্বোধন করা হয়েছে। সাবেক সরকারি চাকুরিজীবী কাজী এমদাদুল হক খোকনের আর্থিক সহযোগিতায় এবং অভিযাত্রিক ফাউন্ডেশনের দেওয়া বইয়ের সহযোগিতায় ‘মাজালিয়া গণপাঠাগার’ নাম দিয়ে উদ্বোধন করা হয়।

মিলন স্মৃতি পাঠাগারের’ উদ্যোক্তা শেখ মুহাম্মদ আতিফ আসাদ বলেন, আমার বাড়ী থেকে প্রায় ২ কিলো মিটার দূরে গ্রামটি। গ্রামে কাঠামোগত শিক্ষার আলো অনেকাংশে কম। সেই হিসেবেই মিলন স্মৃতি পাঠাগারের সহযোগিতায় একটি শাখা লাইব্রেরীর উদ্বোধন করা করলাম।

তিনি আরও বলেন, পাঠাগার করতে আর্থিকভাবে সহযোগিতা করছেন কাজী এমদাদুল হক খোকন এবং অভিযাত্রিক ফাউন্ডেশন বই দিয়ে সহযোগিতা করেছন। আমার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।

উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মালেক এমপি সাহেবের কনিষ্ঠ সন্তান, পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, ইস্টিশন পাঠাগারের সহ-প্রতিষ্ঠাতা, আবৃত্তিশিল্পী আসাদুজ্জামান রুবেল, মিলন স্মৃতি পাঠাগারের উদ্যোক্তা আতিফ আসাদ।

এছাড়াও উপস্থিত ছিল,খোকন সরকার,আব্দুল কাদের মাস্টার,সেজনু মিয়া,আমজাদ হোসেন,প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আতিফ আসাদ। গান পরিবেশন করেন এমএম রহমান।

শেখ মুহাম্মদ আতিফ আসাদ
শিক্ষার্থী, অনার্স প্রথম বর্ষ, সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]] 

Comments are closed.