এক যে ছিল বীর বাঙ্গালি
যার কন্ঠে ছিল তেজ,
বজ্রকন্ঠে ভাষণ তার
গড়বে এবার দেশ।
দেশের তরে দিলেন ভাষণ
সেই যে বীর বাঙ্গালি,
সময় এবার স্বাধীন করার
আমাদের পরাধীন ভূমিটি।
স্বাধীনার লক্ষ্যে এবার
যুদ্ধের আগমণ হইল,
সময় এবার অস্ত্র তুলার
দেশকে রক্ষা করব।
নয় মাসের এই ইতিহাসে
ছিল বাঙ্গালির ত্যাগ,
জীবন দিয়ে যুদ্ধ করে
স্বাধীন করল দেশ।
বাঙ্গালি আজ স্বাধীন জাতি
মুজিব তুমি কোথায়?
বাংলাদেশ যে তোমার গড়া
একাত্তরের ভাষায়।
ছিলে তুমি, আছো তুমি
রবে সারা বাংলাদেশ জুড়ে,
তোমার জন্য রইলো শ্রদ্ধা
শত বাঙ্গালির হৃদয়ে।
রাজেশ কান্তি শীল
শিক্ষার্থী, একাদশ শ্রেণী, ইসলামিয়া ডিগ্রি কলেজ, চট্টগ্রাম।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.