নয় বছরের শিশুর কাঁধে সংসারের দায়িত্ব। এই বয়সে যেখানে শিশুটির বই-খাতা হাতে স্কুলে থাকার কথা থাকলেও তার বদলে বেকারিতে কাজ করছে। যেখানের তার মাসিক বেতন ৩০০০ টাকা।
নয় বছরের শিশুটির নাম তামিম। ময়মনসিংহের ফুলবাড়িয়ার নাওগাঁও ইউনিয়নের হরিরামবাড়ী এলাকার জুলহাস ও তাসলিমা দম্পতির বড় ছেলে তিনি। তামিমের বাবা তাদেরকে রেখে বিয়ে করে আরেক জায়গায় চলে গেছেন। এরপর থেকে আর সংসারের কোনো খোঁজ নেন না তিনি।
তামিমের পরিবারে ছয়জন সদস্য। তার মা অন্যের বাড়িতে কাজ করে যে বেতন পায় এতে সংসারের চালাতে অনেক কষ্ট হয়। সেই হিসেবেই তামিমও সংসারের হাল ধরতে একটি বেকারিতে কাজ করে। যেখান থেকে সে মাসিক ৩০০০ টাকার বেতন দিয়ে সংসার চালাতে মাকে সাহায্য করে তিনি।
জানা গেছে, পাঁচ ভাই-বোনের মধ্যে তামিম সবার বড়। মা তাসলিমাসহ ছয়জনের সংসার তামিমদের। বসবাসের জন্য তাদের কোনো জমি না থাকায় নানার বাড়িতে থাকে।
তামিমের মা তাসলিমা বলেন, তামিম মাদ্রাসায় পড়ালেখা করতো। তার বাবা কাজ করে সংসার চালাতেন। তবে তার বাবা আবার বিয়ে করে আমাদের রেখে অন্যত্র চলে যান।
তিনি আরও বলেন, আমি সংসার চালানোর জন্য অন্যের বাড়িতে বাড়িতে কাজ করি। একা একা সংসার চালাতে হিমশিম খেতে থাকি। যারফলে ছেলেকে মাদরাসা থেকে এনে আমাদের এখানে একটি বেকারিতে কাজে দিয়েছি। সেখান থেকে মাসে ৩০০০ টাকা দেয়। যা দিয়ে আমাদের সংসার চলে।
তামিমের মা আরও বলেন, ‘আমার থাকার মতো কোনো জায়গা নেই। বাবার বাড়িতে আমাকে একটি ঘর করে দিয়েছে। বৃষ্টি হলেই সেই ঘরেও পানি পড়ে।’
এপ্রসঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান, খোঁজ খবর নিয়ে তামিমসহ পরিবারের অন্যান্য শিশুদের লেখাপড়ার ব্যবস্থা করা হবে। এছাড়াও সংসার যেন ভাল ভাবে চলে সেই ব্যবস্থাও করা হবে। সূত্র: জাগোনিউজ২৪.কম
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.