কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সৌরবিদ্যুৎ দিয়ে পরিবেশবান্ধব কাঠের জিপ তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন মো. এনামুল হক বুলবুল ও ইমরানুল হক নামে দুই ভাই। গাড়িটি তৈরি করতে ১ লাখ ৩৫ হাজার টাকা খরচ হয়েছে।
এর আগে এনামুল হক বুলবুল সোলার প্যানেল দিয়ে মোটরবাইক, মিনিবাস তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছিলেন। যার ফলে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সেরা তরুণ উদ্ভাবকের পুরস্কার লাভ করেন। এবার সৌরবিদ্যুৎ চালিত চার চাকার কাঠের জিপ তৈরি করলেন।
জানা গেছে, বুলবুল তার ছোট ভাই ইমরানুল হককে নিয়ে পরিবেশ ও যাত্রীবান্ধব এবং অল্প খরচে কাঠের কাঠামোর জিপ তৈরি করেছেন। এজন্য যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ ও সহযোগিতা নিয়েছেন তারা। ইতোমধ্যে তাদের তৈরি চারজন যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন একটি জিপ অল্পপরিসরে চলাচল শুরু করেছে।
চার চাকার এ গাড়িটি সৌরবিদ্যুতের প্যানেল দিয়ে চলবে। চার্জের ব্যবস্থাও রয়েছে। যা একবার চার্জে ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। যা ঘণ্টায় গতি ৪০ থেকে ৪৫ কিলোমিটার। এটি তৈরিতে ৪৮ ভোল্টের একটি ব্যাটারি, ১ হাজার ২০০ ওয়াটের একটি মোটর ব্যবহার করা হয়েছে। গাড়িতে চারটি আসন রয়েছে। গাড়িটি তৈরি করতে ১ লাখ ৩৫ হাজার টাকা খরচ হয়েছে। গাড়িটি তৈরিতে দুই থেকে তিন মাস সময় লেগেছে।
তরুণ উদ্ভাবক এনামুল হক বুলবুল বলেন, ছোটবেলা থেকেই নতুন কিছু করার আগ্রহ ছিল। এর আগে সোলার দিয়ে মোটরবাইক, মিনিবাস তৈরি করেছি। বেশ সাড়া পেয়েছি। নতুন কিছু করার আগ্রহ নিয়ে পরিবেশবান্ধব চার চাকার জিপটি তৈরি করেছি।
তিনি আরও বলেন, পরিবেশ ও জ্বালানি খরচের বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাঠ ব্যবহার করে সৌরবিদ্যুতের চার চাকার জিপ তৈরি করা হয়েছে। এতে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি পরিবেশের কোনো ক্ষতি হবে না।
পাকুন্দিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল আজিজ আকন্দ জানান, দুই ভাই যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ ও সহযোগিতা নিয়ে অসম্ভবকে সম্ভব করেছেন। সরকার যে ঋণ দেয় তা দিয়ে তাদের এগিয়ে যাওয়া সম্ভব না। তবে ঋণের স্কেল যদি আরেকটু বাড়ানো যায় তাহলে ভালো কিছু করতে পারবে তারা।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী বলেন, দুই ভাই কাঠের জিপ তৈরি করে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছেন। তিনি তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাসের পাশাপাশি কাজের স্বীকৃতিস্বরূপ দুজনকে ক্রেস্ট দিয়েছেন। সূত্র: চ্যালেন২৪
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখার পাঠানোর ঠিকানা
[email protected]]
Comments are closed.