৫-১১ বছর বয়সীদের টিকা দিচ্ছে ব্রাজিল
ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারোর আপত্তির পরেও দেশটিতে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ জানুয়ারি) থেকে টিকা দেওয়া শুরু হয়।
ডেভি সেরেমরামিওয়ে জাভান্তে নামে আট বছর বয়সী এক আদিবাসী শিশুকে টিকা দেয়ার মধ্য দিয়ে শুরু হয় কার্যক্রম। সাও পাওলো হাসপাতালে শিশুদের টিকাদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন রাজ্য গভর্নর জোয়াও ডোরিয়া।
এর আগে ব্রাজিলের সাও পাওলোতে ২০২১ সালের জানুয়ারি মাসে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। গত অক্টোবর মাসে ব্রাজিলের সরকারি স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা আনভিসা পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকার অনুমোদন দেয়। তবে বলসোনারো শিশুদের টিকা দেওয়ার বিষয়ে একমত না। নিজের ১১ বছরের মেয়েকেও টিকা দিতে নারাজ ব্রাজিলের প্রেসিডেন্ট।
দেশটিতে স্বাস্থ্য সংকটের মধ্যে থাকায় আদিবাসী শিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বলসোনারোর সমর্থকরা শিশুদের টিকা দেওয়ার বিরোধীতা করলেও জনসংখ্যার বড় একটি অংশ টিকা দেওয়ার পক্ষে বলে জানা গেছে। ব্রাজিলে ফাইজার-বায়োএনটেকের দুই কোটির বেশি শিশু করোনার টিকা নিতে সক্ষম, যদি তাদের অভিভাবকদের সম্মতি থাকে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ব্রাজিলে পাঁচ থেকে ১১ বছর বয়সী তিনশ শিশু করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। সূত্র: জাগোনিউজ২৪.কম
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখার পাঠানোর ঠিকানা
[email protected]]
Comments are closed.