বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র কুরআন প্রতিযোগিতায় ছোট্ট শিশুরাই বিজয়ী হচ্ছে। যা ইতিমধ্যে বাংলাদেশের বেশ কয়েকজন শিশু কুরআন প্রতিযোগিতায় বিজয় হয়েছে। আর এসব প্রতিযোগিতায় বিজয়ী সকলেই মুসলিম পরিবারের সন্তান। তবে এবার পবিত্র কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করছেন পার্বতী নামে এক হিন্দু শিশু।
সোমবার ইন্ডিয়া টুডে এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড়ে (কালিকট) অনুষ্ঠিত ‘থডনুর সাব-ডিস্ট্রিক্ট আর্টস ফেস্টিভ্যালে’ এই কীর্তি অর্জন করে পার্বতী।
পার্বতী হিন্দু পরিবারের সন্তান হওয়ার সত্ত্বেও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় A গ্রেড নিয়ে প্রথম পুরস্কার জিতেছে। আরবি ভাষায় সাবলীলতা দিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন তিনি।
পার্বতী রাজ্যের চিমারাথার এলপি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে। তার বাবার নাম নলেশ বুবি। তিনি কোঝিকোড়ে কর্মরত একজন আইটি প্রফেশনাল। আর তার মা দিনা প্রভা একজন ইংরেজি শিক্ষিকা। পারভানা নামে পার্বতীর একটি যমজ বোন রয়েছে। সেও আরবীতে বেশ পারদর্শী।
তাদের বাবা-মা অনুভব করেছিল যে বাচ্চারা এমন একটি ভাষা শিখুক যা তারা জানে না এতে ভাল উত্সাহ হবে। সেই চাওয়া থেকেই তারা দুইবোন আরবি ভাষা ও কুরআন পাঠের শিক্ষা নেয়। পার্বতীর স্কুলের শিক্ষকরা মনে করেন তিনি প্রমাণ করেছেন যে ভাষার কোনো ধর্ম নেই। সূত্র: আওয়ার ইসলাম
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]
Comments are closed.