কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে অবেশেষে সাক্ষাৎ পেয়েছে মাত্র ৫ বছর বয়সের এস কে শহীদ। শুধু তাই নয় শচীনের সাথে ৫ দিন অনুশীলনেরও সুযোগ পেয়েছে এই ছোট্ট ভক্ত। এতে বেশ খুশি শিশুটি।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, টেন্ডুলকারের স্টাইলে ব্যাটিং করতে ক্ষুদে শহীদকে। যা সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। যার ফলে অল্প সময়ের মাঝেই ভিডিওটি বিশ্ব মিডিয়ার নজরে আসে।
ক্ষুদে শহীদের এমন ব্যাটিং দৃষ্টিতে পড়ে সদ্য প্রয়াত অস্ট্রেলিয়ার স্পিন রাজা শেন ওয়ার্নের। ক্রিকেটে ছোট্ট শহীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন তিনি।
অল্প সময়ের মাঝেই ভিডিওটি ছড়িয়ে পড়ার কারণে ভারতীয় কিংবদন্তি ব্যাটিং টেন্ডুলকারের নজড়ে আসে। সাথে সাথে শহীদের আবদার পূরণে আগ্রহী হয়ে ওঠেন এই লিটল মাস্টার।
এছাড়া এর আগে শচীন জানতেন না তারই হাতে গড়া মিডলসেক্স গ্লোবাল একাডেমিতে ক্রিকেট খেলা শিখেন সেই ক্ষুদে। জানার পরেই সাখে সাথে সেখানে ছুটে যান তিনি। প্রথমদিনের মতো সেদিন শহীদের সাথে অনুশীলন করেন এই কিংবদন্তি।সেই সময়ে শহীদের সাথে ক্রিকেটের নানা বিষয়ে কথা বলেন শচীন। এছাড়া তাকে মূল্যবান কিছু সাজেশনও দেন তিনি টিপসও দেন এই লিটল মাস্টার।
৫ বছর বয়সী এস কে শহীদ পরিবারের সঙ্গে কলকাতায় থাকে। তার বাবা শেখ শমসের হেয়ার সেলুনে কাজ করেন। তিনি বলেন, ‘আমার ছেলের আদর্শ টেন্ডুলকার স্যার। তাকে দেখা তার স্বপ্ন ছিল। সে একজন ক্রিকেটার হতে চায়। ওর স্বপ্ন পূরণ করায় মাস্টার ব্লাস্টারকে ধন্যবাদ দিয়ে খাটো করব না।’ সূত্র: নট-আউট
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.