১৮৫ ঘণ্টায় মক্কা থেকে হেঁটে মদিনায় পাঁচ ব্রিটিশ ওমরাহযাত্রী

মহানবী মুহাম্মদ সা. এর হিজরতের পথ ধরে পায়ে হেঁটে মক্কা থেকে মদিনায় গিয়েছেন পাঁচ ব্রিটিশ ওমরাহযাত্রী। ৫৪৭ কিলোমিটারে এ পথ পাড়ি দিতে তাদের সময় লেগেছে প্রায় ১৮৫ ঘণ্টা।

বুধবার (২৫ জানুয়ারি) আলজাজিরা মুবাশির ও আরাবিয়া ওয়েদার এ তথ্য জানিয়েছে।

আল-জাজিরা মুবাশির সূত্রে জানা যায়, মহানবী মুহাম্মদ সা. এর হিজরতের পথ ধরে পায়ে হেঁটে মক্কা থেকে মদিনায় যেতে এক সপ্তাহের মতো লেগেছে এই পাঁচ ব্রিটিশ নাগরিকদের। তারা মদিনায় পৌঁছলে তাদের সম্মানে ঐতিহাসিক কবিতা আবৃত্তি করে সেখানকার অধিবাসীরা। ১৪ শ বছর আগে মহানবী সা. এর উদ্দেশ্যে আবৃত্তি করা ‘তালাআল বাদরু আলাইনা …’ কবিতাটি গাইতে শুরু করে তারা।

ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অভ্যর্থনা জানানোর দৃশ্যটি ভাইরাল হয়েছে। মদিনাবাসীর পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনার দৃশ্যটি সবার মনে তৈরি করে অন্য রকম অনুভূতি। এতে প্রশংসায় ভাসছেন পাঁচ ব্রিটিশ নাগরিক।

এই অভিযাত্রায় অংশ নেওয়া এক সদস্য জানান, মহানবী (সা.) ও তাঁর সাহাবিদের পথ ধরে তারা পায়ে হেঁটে পথচলার উদ্দেশ্যে বের হয়েছেন। ১৫-১৯ দিনের মধ্যেই অভিযাত্রা শেষ করার পরিকল্পনা ছিল তাদের। তবে নির্দিষ্ট সময়ের আগেই গন্তব্যে পৌঁছায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.