জেএসএ এর ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ

প্রতি বছরের মতো এবারও জামালপুর স্টুডেন্টস এসোসিয়েশন (জেএসএ) জেএসএ ট্যালেন্ট হান্ট ২০২১ অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেছিল। এই ট্যালেন্ট হান্টের বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে জামালপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এ জেএসএ এর প্রতিনিধিরা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়।

জামালপুর স্টুডেন্টস এসোসিয়েশনের (জেএসএ) প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন রাকিব হাসান,হাবিবুর রহমান, অন্তরা চৌধুরী, শিবলু প্রমূখ।

জেএসএ এর এডমিনপ্যানেলের প্রধান সমন্বয়কারী এম এ তাহের ভয়েস অফ হ্যালোকে বলেন, আমরা এডমিন-প্যানেলের থেকে অর্থ সংগ্রহ করে নিজেরা জেলার শিক্ষার্থীদের জন্য ইউনিক কিছু করার নিমিত্তেই অনলাইনে এই ইভেন্টগুলোর আয়োজন করে থাকি।

জেএসএ এর ট্যালেন্ট হান্টের ফলাফল দেখতে ক্লিক করুন

জামালপুর স্টুডেন্টস এসোসিয়েশন প্রতিবছর অনলাইনে শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিভা বিকাশের সুযোগের মাধ্যম হিসেবে ট্যালেন্ট হান্টের আয়োজন করে থাকে, এতে জেলার বিভিন্ন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

উল্লেখ্, জামালপুর স্টুডেন্টস এসোসিয়েশন (জেএসএ) নামক অনলাইন প্লাটফর্মটি বিভিন্ন শিক্ষার্থীবান্ধব কর্মকান্ড, শীতে শীতবস্ত্র বিতরণ, করোনায় মাস্ক বিতরণ, ধর্ষণের বিরুদ্ধে বিশাল মানববন্ধন, অনলাইনে বিশ্ববিদ্যালয় প্রস্তুতিবিষয়ক হেল্পলাইন সহ বিভিন্ন শিক্ষা ও বিনোদনমূলক ইভেন্টের মত ভিন্নধর্মী কর্মসূচি হাতে নিয়ে ইতোমধ্যেই জেলার সকল শিক্ষার্থী সহ সচেতন নাগরিকদের নজর কেড়েছে।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.