‘প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি’এ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে ঠাকুরগাঁও জেলা এনসিটিএফ। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এনসিটিএফ জেলা কমিটির সভাপতি তন্ময় মহন্ত রুদ্র।
শনিবার (২৬ আগস্ট) জেলা শহরের সত্যপীর ব্রিজের পশ্চিম প্রান্তের একটি আইল্যান্ডে বিভিন্ন প্রজাতির ফলজ ,বনজ ও ঔষধি গাছের ৫ টি চারা, ডিসি পার্কের বিপরীতে ৫টি চারা, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ১০টি চারা রোপণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রজ্ঞা বর্মন, শিশু সাংসদ সদস্য রাদ শাহামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ ও সাধারণ সদস্যরা।
জেলা কমিটির সভাপতি তন্ময় মহন্ত রুদ্র বলেন, আমরা আজকে ২০টি গাছের চারা রোপণের মাধ্যমে এ বছরের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। কমিটির প্রত্যেক সদস্যকে একটি করে চারা উপহার দিয়েছি। পর্যায়ক্রমে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে আরও বৃক্ষরোপণ করা হবে।
মো. রাদ শাহামাদ
শিক্ষার্থী, নবম শ্রেণি, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখার পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.