এনসিটিএফ এর ঠাকুরগাঁও জেলার দ্বি-বার্ষিক নির্বাচন

ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর ঠাকুরগাঁও  জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ই ডিসেম্বর) শালিক স্কুল মাঠে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন স্কুল থেকে এ নির্বাচনে অংশগ্রহণ করেন শিশু-কিশোররা। নির্বাচন কমিশন হিসেবে  দায়িত্ব পালন করেন এনসিটিএফ ঠাকুরগাঁও জেলার  জিহাদ ইসলাম জয় ও মেহরাব হোসেন অপি,  ইসমিতা খালকো। আরও উপস্হিত ছিলেন সেভ দ্যা চিলড্রেন এর জেলা ভলান্টিয়ার হাসনা হেনা।

শিশুদের অংশগ্রহণে গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রদানের মধ্যে দিয়ে ২০২৩ -২০২৪ সালের   এনসিটিএফ ঠাকুরগাঁও জেলা কমিটির নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত করা হয়েছে।

সেইদিন সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। সুষ্ঠ এবং সুশৃঙ্খলভাবে শিশুরা নির্বাচনে অংশগ্রহণ করেন এবং যোগ্য প্রতিনিধিদের বেছে নেন। পরবর্তীতে নব নির্বাচিত প্রতিনিধিদের হাতে ফুল তুলে দেন বিদায়ী কমিটির সদস্যবৃন্দ। সবশেষে সভাপতির সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

দেখে নিন নব নির্বাচিত এনসিটিএফ কার্যনির্বাহী কমিটি:

১. সভাপতি: তন্ময় মহন্ত

২.সহ-সভাপতি: সুরমি বেগ)

৩. সাধারণ সম্পাদক: প্রজ্ঞা বর্মণ

৪. যুগ্ম  সাধারণ সম্পাদক: কাশমেরী

৫. সাংগঠনিক সম্পাদক: আরিফ

৬. শিশু সাংবাদিক (ছেলে): রিফাত

৭. শিশু সাংবাদিক (মেয়ে): মিমি আক্তার

৯. শিশু চাইল্ড পার্লামেন্ট (ছেলে): রাদ শাহামাদ

১০. চাইল্ড পার্লামেন্ট (মেয়ে): তুবা

১১. শিশু গবেষক (ছেলে): সান

১২. শিশু গবেষক (মেয়ে): মনিরা

মো: রাদ শাহামাদ
শিক্ষার্থী, অষ্টম শ্রেণী, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়
ঠাকুরগাঁও

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখার পাঠানোর ঠিকানা [email protected]] 

Comments are closed.