বীর সন্তান

দেখো মা আজ তোমার ছেলে,
ফিরছে বাড়ি, বীরের বেশে।
হানাদারের ঘাঁটিগুলো সব,
করলো দূর দেশের হতে।

নিজের জীবন বাজি রেখে,
করলো লড়াই দেশের হয়ে।
হানাদারদের ঠাঁই হবে না বাংলায়,
এই প্রতিজ্ঞা বুকে নিয়ে।

নয়টি মাসের যুদ্ধ মাঝে,
রাজপথগুলো রক্তে ভিজে।
জীবন দিলো কত ছেলে,
দেশকে মুক্ত করবে বলে।

অশ্রু মাঝে হাসির ছলে,
ফুটছে হাঁসি মায়ের মুখে।
কোল খালি তবু সান্তনা পাই,
লড়েছিল ছেলে দেশের হয়ে।

এভাবেই সব বীরের ভিড়ে,
পালালো সব, দেশের হতে।
মুক্ত হলো দেশের মাটি,
পাকিস্তানের হস্ত থেকে।

সালমান আবদুল্লাহ
শিক্ষার্থী, একাদশ শ্রেণী, তাহফিজুল কুরানিল কারিম ফাযিল মাদ্রাসা, ঢাকা

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.