জামালপুরে বাংলাদেশ দাবা ফেডারেশন এর আয়োজনে মার্কস একটিভ স্কুল চেস চ্যাম্পস-২০২২ স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) বিকালে জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুরের মানবিক পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, দাবা উপকমিটির আহ্বায়ক এড. নুরনবী ভূইয়া সহ আরও অনেকে।
মোবাইল ফোনের আসক্তি কমিয়ে, দাবা খেলার অভ্যাস এর মাধ্যমে ধৈর্য্য ও চিন্তা- চেতনার বৃদ্ধির পাশাপাশি সুস্থ ধারার খেলাধুলা করার আহ্বান জানান তারা।
এরপরে বিজয়ী সিংহজানী বহুমূখী বালক বিদ্যালয়, রানার্সআপ জামালপুর জিলা স্কুল ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও শ্রেষ্ঠ খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সূত্র: পল্লীর আলো
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.