জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ কিশোরগঞ্জ জেলা পর্যায়ে দ্বি-মুকুট অর্জন করেছে জেলা শহরের ঐতিহ্যবাহী সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তাহসিন ইসলাম রাফা। তিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। সেই সাথে জেলার শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন রাফা।
এছাড়া বাংলা রচনা প্রতিযোগিতা ও ইংরেজি রচনা প্রতিযোগিতা এই দু’টি ইভেন্টেও এই কৃতী শিক্ষার্থী জেলা পর্যায়ে বিজয়ী হয়েছেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. রফিকুল ইসলাম এবং ২০১৯ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাধ্যমিক) পুরস্কারপ্রাপ্ত সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ কবীরের মেয়ে তাহসিন ইসলাম রাফা। এই দম্পতির দুই কন্যা সন্তানের মধ্যে ছোট তিনি।
কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হওয়া্ রাফা বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ জাতীয় পুরস্কার ‘প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২০’ অর্জন করেছেন। সে বিদ্যালয়ের গার্ল ইন স্কাউট ইউনিটে সিনিয়র উপদল নেতা।
কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার টিউবরোজ কিন্ডারগার্টেন এই কৃতী শিক্ষার্থীর হাতেখড়ি হয়। যেখানে প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপরে ২০১৮ সালে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করে সরযূ বালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়।
৬ষ্ঠ থেকে ৯ম পর্যন্ত সকল শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে বর্তমানে সে ১০ম শ্রেণি বিজ্ঞান বিভাগের একজন ছাত্রী।
এই মেধাবী ছাত্রী লেখাপড়ায় মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি উপস্থিত বক্তৃতা, বিতর্ক, রচনা লেখা, কবিতা আবৃত্তি প্রভৃতি বিষয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিক পুরস্কার লাভ করেছে।
এছাড়া খেলাধুলায়ও বিশেষ পারদর্শী তিনি। ২০১৬ সালে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত শিশু পুরস্কার প্রতিযোগিতায় ব্যাডমিন্টন খেলায় জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছেন রাফা।
এখানেই শেষ নয় ইতোমধ্যে লেখালেখিতেও তার কৃতিত্বের স্বাক্ষর রাখতে শুরু করেছে। তাহসিন ইসলাম রাফার ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে ‘নৈসর্গে পথচলা‘ নামক একটি গ্রন্থ সে রচনা করেছে। সূত্র: কিশোরগঞ্জ নিউজ
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.