শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ নিবে রাইদা পরিবহন
অবশেষে শিক্ষার্থীদের কাছ থেকে ‘হাফ ভাড়া’ নিতে রাজি হয়েছে রাইদা পরিবহনের মালিক পক্ষ। পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থী-মালিক পক্ষের আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (১৫ নভেম্বর) বিকালে রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বিয়ষটি নিশ্চিত করেছেন।
পুলিশের সূত্রে জানা যায়, সোমবার (১৫ নভেম্বর) আজ দুপুরে রাইদা পরিবহনের একটি বাস রাজধানীর বিটিভি ভবনের সামনে আসলে এক শিক্ষার্থী চেকারকে হাফ ভাড়া নেওয়ার কথা বলে। চেকার তা না নিতে অস্বীকৃতি জানিয়ে সেই শিক্ষার্থীকে ঘাড় ধাক্কা দিয়ে বাস থেকে নামিয়ে দেয়। এরপরে ওই শিক্ষার্থী তার আশপাশের বন্ধুদের ফোন দিয়ে বিষয়টি জানালে বেশ কয়েকজন শিক্ষার্থী এসে রাইদা পরিবহনের প্রায় ৫০টি বাস আটক করে।
তারপরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা সড়ক থেকে সরে যায় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অভিযুক্ত বাসটি আটক করা হয়েছে। বাস কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের নিয়ে বিষয়টি সমাধানে আলোচনা চলছে।
রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, ঢাকা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিতে রাজি হয়েছে রাইদা পরিবহনের মালিকপক্ষ।
তিনি বলেন, শিক্ষার্থীদের সব দাবি রাইদা পরিবহন কর্তৃপক্ষ মেনে নিয়েছে। শিক্ষার্থীরা রাইদা পরিবহনের কাছে দাবি করে, নিয়ম অনুযায়ী ঢাকা শহরের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখানো মাত্র তাদের কাছ থেকে হাফ ভাড়া নিতে হবে। এছাড়া প্রতিটি বাসে নারীদের জন্য যে নয়টি আসন সংরক্ষিত থাকে সেখানে কোনোভাবেই নারী ছাড়া পুরুষ বসতে পারবে না।
মো. সাইফুল ইসলাম বলেন, রাইদা পরিবহনের ম্যানেজিং ডিরেক্টর শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছেন ও আমাদের এসব বাস্তবায়নের বিষয়ে আশ্বাস দিয়েছেন। সূত্র: জাগোনিউজ
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.