মাধ্যমিকের পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে যৌন ও প্রজনন স্বাস্থ্যের পাঠ

মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম ও ১০ম শ্রেণির পাঠ্যপুস্তকে যৌন ও প্রজনন স্বাস্থ্যের পাঠ যুক্ত হচ্ছে। যার ফলে বয়ঃসন্ধিকালীন যৌন, প্রজননস্বাস্থ্য ও অধিকার এবং সবার জন্য লিঙ্গসমতা নিয়ে নির্মিত ‘শাহানা কার্টুন’ শ্রেণিকক্ষে ব্যবহারের নির্দেশ দিয়েছে মাউশি।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহানা কার্টুন নির্মাণ করেছে ইউএনএফপিএ। যার বিষয়বস্তু হলো বয়ঃসন্ধিকালীন যৌন, প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং সবার জন্য লিঙ্গসমতা।

পাঠপরিকল্পনা ও গাইডলাইন অনুযায়ী উল্লেখিত শ্রেণির জাতীয় শিক্ষাক্রমের সহায়ক হিসেবে দেশের সকল মাধ্যমিক স্কুলে ‘শাহানা কার্টুন’ ব্যবহার করা হবে। ইতোমধ্যে কার্টুনটির সিডি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণের লক্ষ্যে সকল জেলা শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কিশোর-কিশোরীদের এসব তথ্য কার্যকরভাবে জানানোর জন্য শাহানা কার্টুনের ছয়টি পর্ব পাঠপরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী সব মাধ্যমিক স্কুলে ষষ্ঠ থেকে নবম–দশম শ্রেণির সংশ্লিষ্ট অধ্যায়ের সঙ্গে ব্যবহারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো। সূত্র: প্রথম আলো

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.