২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর)সকাল পৌনে ১১টায় এ ফল প্রকাশ করা হয়।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড়ে ৯৩ দশমিক ৫৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। যা গতবার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। এবার পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ।
শিক্ষাবোর্ডের তথ্যমতে, ঢাকা বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ১৫ শতাংশ। দিনাজপুর বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। ময়মনসিংহে পাসের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। যশোর বোর্ডে ৯৩ দশমিক শূন্য ৯ শতাংশ। বরিশাল বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৯ শতাংশ। রাজশাহীতে পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ। কুমিল্লা ৯৬ দশমিক ২৭ শতাংশ। চট্টগ্রাম বের্ডে ৯১ দশমিক ১২ শতাংশ। সিলেট বোর্ডে ৯৬ দশমিক ৭৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।
এছাড়া মাদরাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ। কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ।
এবার মোট জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী।
বোর্ড অনুসারে জিপিএ ৫ এর ফলাফল:
ঢাকা বোর্ড-৪৯ হাজার ৫৩০ জন, রাজশাহী বোর্ড-২৭ হাজার ৭০৯ জন, কুমিল্লা বোর্ড-১৪ হাজার ৬২৬ জন, যশোর বোর্ড- ১৬ হাজার ৪৬১ জন, চট্টগ্রাম বোর্ড-১২ হাজার ৭৯১ জন, বরিশাল বোর্ড-১০ হাজার ২১৯ জন, সিলেট বোর্ড- ৪ হাজার ৮৩৪ জন, দিনাজপুর বোর্ড-১৭ হাজার ৫৭৮ জন এবং ময়মনসিংহ বোর্ড- ১০ হাজার ৯২ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন।
এছাড়া মাদরাসা বোর্ড-১৪ হাজার ৩১৩ জন এবং কারিগরি বোর্ড-৫ হাজার ১৮৭ জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন।
এবারের মাধ্যমিক পরীক্ষায় মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী ছিল। ২০২০ সালের এ সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। সে হিসাবে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন বেড়েছে।
এছাড়া, দেশের বাহিরে আটটি দেশে ৪২৯ জন পরীক্ষার্থী এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা পরীক্ষায় অংশ নিয়েছে।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.