বছরের শুরুতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

২০২২ সালের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (৬ নভেম্বর) দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী তিনি এ কথা জানান।

দীপু মনি বলেন, নতুন বছরের শুরুতে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে যাবে। করোনা পরিস্থিতিতে অনেক চাপের মধ্যে আমাদের বইগুলো তৈরি করতে হয়। তারপরও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, নতুন বইতে যেন কোনো ভুল না হয়। এরপরও যদি কোথাও অনিচ্ছাকৃত কোনো ভুল থেকে যায় তাহলে সেগুলো অবশ্যই সংশোধন করা হবে। সূত্র: বাসস

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.