স্কুল শিক্ষার্থীদের মধ্যে প্রথম টিকা নিলেন তাহসান
১২-১৭ বছর স্কুল শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১ নভম্বর) রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সকাল সাড়ে ৯টায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
কেন্দ্রটিতে স্কুল শিক্ষার্থীদের মধ্যে প্রথম টিকা পেয়েছে প্রতিষ্ঠানটির নবম শ্রেণির শিক্ষার্থী তাহসান হোসেন। একই সময়ে তার সহপাঠি মাহজাবিন তমাও করোনার প্রথম টিকা পেয়েছেন।
প্রথম টিকা নেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে তাহসান গণমাধ্যমকে বলেন, ভ্যাকসিন কার্যক্রমে অংশ নিতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। শুরুর দিকে একটু ভয় কাজ করছিলো। তবে এখন সত্যিই খুব ভালো লাগছে। শিক্ষার্থীদের মধ্যে আমিই প্রথম টিকা নিয়েছি। আমি অন্যান্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা সকলেই যেন করোনার টিকা নেয়।
তাহসানের বাবা মোফাজ্জেল হোসেন প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক। তিনি বলেন, বাবা হিসেবে আমি গর্বিত। আমি ৫০ বছর বয়সে করোনা টিকা দিয়েছি। আমার সন্তান মাত্র ১৫ বছর বয়সে টিকা নিয়েছে। টিকা কর্মসূচি সফল করার জন্য সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন।
এদিকে একই সময়ে তাহসানের সহপাঠি মাহজাবিন তমাও করোনার প্রথম টিকা নিয়েছেন মাহজাবিন। তিনি বলেন, প্রথমে আমার একটু ভয় করছিল। কিন্তু এখন আর কোনো ভয় করছে না। টিকা নিতে পেরে আমি বেশ খুশি। সূত্র: জাগোনিউজ
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.