“চন্দ্রাভিলাষী”

তোমাকে স্মরণ হলেই সহসা কবিতা লিখি,
হৃদপটে তোমার রূপ লাবন্যের ছবি আঁকি।

যে যেটাই বলুক; আমি কিছু বলি না,
শুধু তোমায় ভালোবাসি বলে।

ছিলাম না প্রকৃতিপ্রেমী,
কিন্তু তোমায় দেখার পর প্রকৃতির প্রতি আমার মন হয়েছে একঘেয়েমি।

তোমাকে খুবই ভালোবাসি হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি,
তাই তো করি প্রতি রজনী ভালোবেসে “চন্দ্রাভিলাষী”।

মো: রাশিদ শাবাব মুফরাদ
শিক্ষার্থী, ৮ম শ্রেণী, হাশেমিয়া কামিল মাদ্রাসা, কক্সবাজার

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.