একাদশ শ্রেণিতে ভর্তির ফল প্রকাশ রাতে

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের ফলাফল শনিবার (২৯ জানুয়ারি) রাতে প্রকাশ করা হবে। রাত ৮টায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফলাফল দেখা যাবে। এছাড়া নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসও পাঠানো হবে।

গত ৮ জানুয়ারি থেকে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের অনলাইন ভর্তির আবেদন শুরু হয়। আবেদন শেষ হয় ২৩ জানুয়ারি রাত ১২টায়।

আগে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদনের সুযোগ থাকলেও এবার শুধু অনলাইনেই আবেদন করার সুযোগ রাখা হয়েছে। ভর্তি কার্যক্রম শেষে আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তিতে অনুসারে, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে যারা এসএসসি পাস করেছে তারা আবেদন করতে পেরেছে। তবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পাস করা শিক্ষার্থীরা ২২ বছর বয়সেও আবেদন করতে পেরেছে।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড়ে ৯৩ দশমিক ৫৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। যা গতবার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। এবার পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ।

শিক্ষাবোর্ডের তথ্যমতে, ঢাকা বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ১৫ শতাংশ। দিনাজপুর বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ। ময়মনসিংহে পাসের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। যশোর বোর্ডে ৯৩ দশমিক শূন্য ৯ শতাংশ। বরিশাল বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৯ শতাংশ। রাজশাহীতে পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ। কুমিল্লা ৯৬ দশমিক ২৭ শতাংশ। চট্টগ্রাম বের্ডে ৯১ দশমিক ১২ শতাংশ। সিলেট বোর্ডে ৯৬ দশমিক ৭৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

এছাড়া মাদরাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ। কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.