কতদিন পর আবার এলো
বাঙ্গলীর বিজয়ের মাস,
হানাদার বাহিনী করেছিল
বাঙ্গলীর শত সর্বনাশ,
করেছিল কত মা বোনের সম্ভ্রম লুন্ঠিত,
করেছিল কত ঘুমন্ত মানুষের বুক রঞ্জিত।
ভাষার তরে শুরু হলো
সেই মহান মুক্তিযুদ্ধ,
লক্ষ শহিদের ত্যাগের বিনিময়ে
বিজয় হলো রচিত।
বিতারিত হলো পাক বাহিনী
করেছিল আত্নসমর্পণ,
লক্ষ শহিদের ত্যাগের বিনিময়ে
বিজয় পতাকা উড়িল।
ভরে উঠল চারদিক বাংলার জয় গানে,
স্বাধীন হলো বাংলাদেশ
এগিয়ে যাবে বহুদূরে।
সোনার বাংলায় উড়ে আজ
লাল সবুজের পতাকা,
দেশপ্রেমিকের প্রাণের বদলে
আমাদের বিজয় পতাকা।
রাজেশ কান্তি শীল
শিক্ষার্থী, একাদশ শ্রেণী, ইসলামিয়া ডিগ্রি কলেজ, চট্টগ্রাম।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.