তৃতীয় বর্ষে পদার্পণ করলো শিশু-কিশোর বিষয়ক অনলাইন ম্যাগাজিন পোর্টাল “ভয়েস অফ হ্যালো”। “ভয়েস অফ হ্যালো” র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশ-বিদেশের সকল লেখক, পাঠক, শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শিশুরাই তোলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা ’— এই স্লোগানকে ধারণ করে করোনা মহামারির মধ্যে ২০২১ সালের ১৪ এপ্রিল যাত্রা শুরু করে “ভয়েস অফ হ্যালো”। ইতোমধ্যে অনলাইন ম্যাগাজিন পোর্টালটি দেশের শিশুকিশোরদের মনে জায়গা করে নিয়েছে।
ভয়েজ অফ হ্যালো এ লিখুন শিশু-কিশোর ও নারীবিষয়ক, ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, অনুবাদ, সাহিত্য, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, বিনোদন, মানবিক গল্প, সফলতার ও উদ্যোক্তার গল্প, ভ্রমণ কাহিনী, আপনার জীবনের শৈশবের স্মৃতি ও ভ্রমণ কাহিনি, স্বাস্থ্যবিষয়ক ইত্যাদি লিখতে পারেন। লেখা হতে হবে কমপক্ষে ৩০০ শব্দ। বড় হলে সমস্যা নেই।
এছাড়া বিভিন্ন পেশাজীবি যারা আছেন আপনারা চাইলেও শিশুদের জন্য বিভিন্ন পরার্মশ, সাজেশন, মতামত ও স্বাস্থ্য বিষয়ক লেখা দিতে পারেন।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.