শেরপুরে শিশুদের বাল্যবিয়ে রোধে ‘আমরা বাল্য বিয়ে করবো না’ মুখে এই কথা উচ্চারণ করে শপথ নিয়েছে শেরপুর জেলা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত মডেল গার্লস স্কুলের শিক্ষার্থীরা।
শনিবার (৫ মার্চ) সকালে শেরপুরে স্কুল শিক্ষার্থীদের সংগঠন ফাইট ফর চিল্ড্রেনস রাইটস (এফএফসিআর) এর ওই স্কুলে উপস্থিত শিক্ষার্থীদের শপথ গ্রহণ এবং এফএফসিআর’র নির্ধারিত ফরমে স্বাক্ষর গ্রহণ করা হয়।
শপথ ও স্বাক্ষর গ্রহণ কার্যক্রম উদ্বোধন করেন মডেল গাল্স স্কুলের শিক্ষিকা দিলরুবা বেগম। এসময় সংগঠনের উপদেষ্টা আবুল কালাম আজাদ, সাংবাদিক ও কবি রফিক মজিদ, প্রভাষক ও সাংবাদিক মাসুদ হাসান বাদল, এফএফসিআর সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান রিদম প্রমুখ উপস্থিত ছিলেন।
এফএফসিআর সূত্র জানায়, শিশু অধিকার রক্ষায় এই ক্যাম্পেইন শহরের বিভিন্ন স্কুলে পরিচালিত হবে। আর এ কার্যক্রম চলমান থাকবে বছরব্যাপী।
এফএফসিআর’র সভাপতি ফরাবি জাবিন সায়েরি জানায়, করোনার কারণে দীর্ঘদিন পর স্কুল-কলেজ খোলা হয়েছে। ইতিমধ্যে অনেক শিশু কন্যাকে পারিবারিক চাপে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছে। তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে বছরব্যাপী শিশু অধিকার রক্ষায় কাজ শুরু করা হলো। সূত্র: বাংলারচিঠিডটকম
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.