২০২১ সালের দাখিল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সাধারণ বৃত্তি পেয়েছেন “ভয়েস অফ হ্যালো”র অর্ডিনেটর ও কিশোর লেখক সালমান আবদুল্লাহ। এবার তাহফিজুল কুরানিল কারিম ফাযিল মাদ্রাসা (সাভার, ঢাকা) থেকে দাখিল পরীক্ষা দিয়েছিলেন।
ঢাকা সাভাররের নয়ারহাট পূর্ব ধনিয়া গ্রামের নজমল হক ও শাহানাজ বেগম দম্পতির ছেলে সালমান আবদুল্লাহ। তার মা-বাবা দুইজনই আল হেরা একাডেমী নামে স্থানীয় হাইস্কুলের শিক্ষক।
তাহফিজুল কুরানিল কারিম ফাযিল মাদ্রাসা (সাভার, ঢাকা) থেকে এবার দাখিল পরীক্ষা দিয়েছিলেন সালমান। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তিনি।
এবারের দাখিল পরীক্ষায় জিপিএ পাঁচ পেয়েছেন এই মেধাবী শিক্ষার্ধী। যার ফলাফলের ভিত্তিতে সাধারণ বৃত্তি পেয়েছেন সালমান। এরআগে একই মাদ্রাসা থেকে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাতেও জিপিএ পাচঁ পেয়েছিলেন তিনি।
বৃত্তি প্রাপ্ত সালমান আবদুল্লাহ “ভয়েস অফ হ্যালো”কে বলেন, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এবার দাখিলে বৃত্তি পেয়েছি। আগামীতে আলিম পরীক্ষাতেও ভালো ফলাফল করতে চাই ইনশাল্লাহ।
সালমান আবদুল্লাহ পড়াশোনার পাশাপাশি “ভয়েস অফ হ্যালো” তে লেখালেখি করেন। ধারাবাহিক গল্প, কবিতা এবং শিশু-কিশোর বিষয়ক লেখা লেখেন তিনি।
উল্লেখ্য, দাখিল পরীক্ষার ফলের ভিত্তিতে ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে সরকার। এদের মধ্যে ৬০০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৭৫০ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হয়েছে। দাখিলে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের গেজেট প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। গত মঙ্গলবার মাদরাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তির গেজেট প্রকাশ করা হয়েছে।
জানা গেছে, দাখিল পরীক্ষার ফলে ভিত্তিতে মেধাবৃত্তিপ্রাপ্তদের মাসিক ৬০০ টাকা দেয়া হবে। বার্ষিক এককালীন এক হাজার ৫০ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত দাখিল উত্তীর্ণদের জন্য প্রতি মাসে ৩০০ টাকা এবং বার্ষিক এককালীন ৬০০ টাকা দেয়া হবে। আগামী দুইবছর বৃত্তি সুবিধাভোগ করবেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.