৭২ ঘণ্টা ব্যাটিং করে গিনেস বুকে নাম লেখালেন মোহিত
টানা ৭২ ঘণ্টা ৫ মিনিট ব্যাটিং করে রেকর্ড গড়লেন ভারতের সিদ্ধার্থ মোহিত। এই দীর্ঘ সময় টানা ম্যারাথন নেট সেশনে ক্রিজে কাটালেন তিনি। যার ফলে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন মুম্বাইয়ের ১৯ বছর বয়সী এই ক্রিকেটার।
সিদ্ধার্থ মোহিত ভেঙে দিলেন আরেক ভারতীয় ভিরাগ মেয়ারের ৫০ ঘণ্টা ব্যাটিংয়ের রেকর্ড। এরআগে ২০১৫ সালে ৫০ ঘণ্টা ব্যাটিং করে গিনেস বুকে রেকর্ড গড়েছিলেন ভিরাগ। সেই রেকর্ড ভেঙ্গে আরও অনেক দূর এগিয়ে নতুন রেকর্ড গড়লেন সিদ্ধার্থ।
রেকর্ড গড়ার পর মোহিত বলেন, ‘আমি আমার লক্ষ্যে সফল হওয়ায় বেশ খুশি। এরই মাধ্যমে আমি দুনিয়াকে দেখাতে চেয়েছিলাম যে আমার মধ্যে অতিরিক্ত কিছু মশলা মজবুত আছে। করোনা আর লকডাউনের জন্য ২ বছর নষ্ট হয়েছে। তখনই আমি অন্য কিছু করে দেখানোর পথ বেছে নেই। তারপর বিভিন্ন ভাবনা আমার মাথায় ঘোরাফেরা করতো। অনেক একাডেমি আর কোচদের সাথে যোগাযোগ করি। তবে সকলেই আমাকে ফিরিয়ে দিয়েছিল। তারপর জ্বালা স্যারের সাথে যোগাযোগ করি আর তিনিই আমাকে সমর্থন করে।’
গিনেস বুকের নিয়ম অনুসারে, একজন ব্যাটার নেট সেশনে ব্যাটিং করার সময় প্রতি ঘণ্টায় মাত্র ৫ মিনিট বিশ্রাম নিতে পারবেন। সেই নিয়ম মেনেই ৭২ ঘণ্টা পার করেছেন সিদ্ধার্থ। সিদ্ধার্থকে এই রেকর্ড গড়াতে জন্য সাহায্য করেছিলেন মেন্টর জ্বালা সিং। তিনি বলেন, ‘আমি জানতাম অনেক ক্রিকেটারই ওই সময়ে তাদের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময় হারিয়েছে। তাই আমিও অন্য কিছু করে দেখানোর ভাবনা শুরু করি। এরপর সিদ্ধার্থের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি।’
এছাড়া, ভিরাগ ব্যাটিং করেছিলেন বোলিং মেশিন এবং বোলারদের বিপরীতে। তবে সিদ্ধার্থ শুধুমাত্র বোলারদের বিপক্ষেই ব্যাটিং করেন। এই রেকর্ড গড়ার সময়ে প্রোটিন ও পানীয় গ্রহণ করেছিলেন তিনি। তবুও রেকর্ড গড়া ব্যাটিংয়ের পরেও অসুস্থ হয়নি ১৯ বছর বয়সী এই ক্রিকেটার।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.