আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু

করোনাভাইসরাসের কারণে দুই বছর ধরে বন্ধ থাকার পর আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। এছাড়া করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দ্বিতীয় দফায় প্রায় দেড় মাস বন্ধের পর আবার শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস।

বুধবার (২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

করোনা সংক্রমণের কারণে দ্বিতীয় দফার বন্ধের পর আবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হয়েছে। তবে প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস বন্ধ থাকবে। করোনার পরিস্থিতি বিবেচনায় যা আগামী ২০ মার্চ থেকে ক্লাস শুরু হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা যায়, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস হবে প্রতিদিন (সপ্তাহে ছয় দিন)। আর বিদ্যালয় পরিচালিত হবে দুই শিফটে। তবে কোনো সমাবেশ হবে না। এছাড়া করোনাভাইরাসের টিকা দেওয়া ছাড়া কোনো শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হতে পারবেন না।

উল্লেখ্য, করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়। এরপরে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও শুক্রবার (২১ জানুয়ারি) দুই সপ্তাহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দ্বিতীয় দফায় প্রায় দেড় মাস বন্ধের পর আবার প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.