২০০০ বছরের পুরনো আংটি

দুই হাজার বছর আগে একজন কেল্টিক নেতা পরিধান করতেন আংটিটি। কেল্টিক নেতার ব্যবহারের স্বর্ণের সেই আংটি নিলামে তোলা হবে। যা প্রায় তিন দশক ধরে সংগ্রাহকের আলমারিতে পড়েছিল। নিলামকারীদের প্রত্যাশা- এটির দাম ৩০ হাজার পাউন্ড হতে পারে।

১৯৯৪ সালে নর্থ ইয়র্কশায়ারের একটি মাঠে পাওয়া গিয়েছিল স্বর্ণের এ আংটি। আংটিটি খুঁজে পাওয়ার পর বর্তমান সংগ্রাহকের কাছে কয়েকশ পাউন্ডে বিক্রি করা হয়েছিল। তবে নিজের নাম প্রকাশ করতে ইচ্ছুক নয় ৬৬ বছর বয়সী সংগ্রাহক।

তিনি বলেছেন, আমি ষাটের কোঠায় আছি। জানি না যে, কতক্ষণ দুনিয়াতে থাকব। আমি ভেবেছিলাম এটি সত্যিই একটি ভালো বাড়ি চায়। আমার বাচ্চাদের বুঝতে হবে না যে, এটা দিয়ে কী করে।

আংটির মালিক প্রাথমিকভাবে এটিকে রোমান যুগের মনে করেছিলেন। তবে যখন এটিকে তিনি ব্রিটিশ মিউজিয়ামে নিয়ে যান, বিশেষজ্ঞরা তাকে এর আসল বয়স বলেন।

আংটির বর্তমান মালিক মনে করেন, এটি সত্যিই একটি রহস্যময় জিনিস। আমরা কখনই নিশ্চিতভাবে জানতে পারব না যে- এটির মালিক কে ছিল। তবে এটি সম্ভবত একজন শক্তিশালী কেল্টিক প্রধানের ছিল।

নিলামকারী নুনানসের নাইজেল মিলস বলেন, এ ধরনের আকৃতির আর কোনো আংটি বিদ্যমান নেই। এটি অবিশ্বাস্যভাবে ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। আগামী ১৫ নভেম্বর আংটি নিলামে তোলা হবে বলে। সূত্র: কালেরকন্ঠ

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.