“জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড” পেয়েছেন “মিলন স্মৃতি” পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ মুহাম্মদ আতিফ আসাদ। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর চেয়ারপারসন ও প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়।
শনিবার (১২ নভেম্বর) সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে অনুষ্ঠিত ষষ্ঠ আসরের শেষ আয়োজনে বিজয়ী সংগঠনের নাম ঘোষণা করা হয়।
শেখ মুহাম্মদ আতিফ আসাদ মিলন স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি। যুব সমাজকে বই পড়ায় উৎসাহিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত সংগঠনটি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মোট ১৪টি লাইব্রেরি প্রতিষ্ঠা করেছে।
যেখানে ১টি শিশু গ্রন্থাগার, ৪টি রাস্তার পাশের লাইব্রেরি এবং ৩টি রেলস্টেশন লাইব্রেরি রয়েছে। তাদের স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ সব বয়সের পাঠক রয়েছে। তারা পাঠকের সংখ্যাবৃদ্ধি ও জ্ঞান-ভিত্তিক সম্প্রদায় তৈরি করতে সহায়তা করছে।
বই পড়া উৎসাহ করতে আসাদের পাঠাগার
শেখ মুহাম্মদ আতিফ আসাদের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাসড়া মাজালিয়া গ্রামে। বাবা আফজাল হোসেন এবং মা জয়নব বিবির ছোট ছেলে আসাদ। আসাদসহ মোট নয় সদস্যের পরিবার। জামালপুর সরকারি কলেজে উদ্ভিদবিজ্ঞান নিয়ে অনার্স করতেছেন আসাদ।
ষষ্ঠবারের জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেলো ১০ সংগঠন। এছাড়া দুজনকে আজীবন সম্মাননা (লাইফ টাইম জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড) দেওয়া হয়।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত ১০ সংগঠন
বি কে স্কুল অব রিসার্চ, বোসন বিজ্ঞান সংঘ, ইয়ুথ প্ল্যানেট, উচ্ছ্বাস, বিজ্ঞানপ্রিয়, মিলন স্মৃতি পাঠাগার, মজার ইশকুল, সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন, বিন্দু নারী উন্নয়ন সংগঠন, রোবোলাইফ টেকনোলজিস।
আজীবন সম্মাননা পাওয়া দুজন হলেন, আহসান হাবীব ও ইয়াং গুয়াং ম্রো।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.