দেওয়ানগঞ্জে বাল্যবিবাহ রোধে বিয়ের আসরে এসিল্যান্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর এলাকায় এক বাল্যবিবাহ বন্ধ করে দেন  দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত। শুক্রবার (২২শে জুলাই) দুপুর দেড় ঘটিকায় গোপন সংবাদের ভিক্তিতে বিয়ে বাড়িতে যান এই কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা যায়, সেই এলাকার বাঘারচর আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণীর এক ছাত্রীর (১৩) সাথে একই এলাকার শামসুল হকের ছেলে বিল্লাল (৩৮) এর সাথে বিয়ে ঠিক হয়। শুক্রবার (২২শে জুলাই) সকাল থেকে বিয়ের সব আয়োজন চলছিল। তবে গোপন খবর পেয়ে দুপুরে বেলা বিয়ে বাড়ীতে হাজির হোন দেওয়ানগঞ্জ সহকারি কমিশনার ভূমি অহনা জিন্নাত। পরে সেই কিশোরীর বাবা মাকে বুঝিয়ে মুচলেকা নিয়ে বিয়ে ভেঙে দেওয়া হয় এবং পাত্রপক্ষকে বিদায় করে দেওয়া হয় এবং গোপনে যেন  বিয়ে দেওয়া না হয় তার কঠোর হুসিয়ারি দেওয়া হয়।

এ সময় এসিল্যান্ড বলেন, সরকার নারী শিক্ষা তথা নারী উন্নয়নের জন্য প্রধান অন্তরায় এই বাল্যবিবাহ  নিরোধ আইন ২০১৭ প্রণয়ন করেছেন যাতে করে কিশোর-কিশোরীরা বাল্য বিবাহের শিকার না হয়। একজন নারীর শারীরিক মানসিক সহ বিভিন্ন সমস্যার প্রধান কারণ বাল্যবিবাহ। কেননা একজন সুস্থ নারী একজন সুস্থ সন্তানের জন্ম দিতে পারে এবং  আমরা একটি সুস্থ প্রজন্ম পেতে পারি যারা আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, দেওয়ানগঞ্জ উপজেলার যেখানে বাল্যবিবাহের সংবাদ পাওয়া যাবে সাথে সাথে  উপজেলা প্রশাসনকে জানাবেন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব।

মো: তারেক মাহমুদ
কালেরকন্ঠ দেওয়ানগঞ্জ প্রতিনিধি (জামালপুর)।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন

“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.