বিশিষ্ট সাংবাদিক দারাকে জামালপুর জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা

সম্প্রতি বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন করেছেন জামালপুরের বিশিষ্ট সাংবাদিক এএকে মাহমুদুল হাসান দারা। এই অর্জনের ফলে দারাকে জামালপুর জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) বিকালে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন করায় প্রবীণ সাংবাদিক এএকে মাহমুদুল হাসানকে ভয়েস অফ হ্যালোর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে বক্তব্য রাখেন এএকে মাহমুদুল হাসান দারা, সাংবাদিক এম এ জলিল, ইউসুফ আলী, মুকুল রানা, শুভ্র মেহেদী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, প্রবীন সাংবাদিক মাহমুদুল হাসান জেলার উন্নয়নে ও নাগরিকদের জন্য নিবিড়ভাবে কাজ করে গেছেন। তার কাজের স্বীকৃতি হিসেবেই তিনি এই পদক অর্জন করেছেন। সূত্র: অগ্রবার্তা

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন

“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা [email protected]]

Comments are closed.