ঠাকুরগাঁওয়ে ঝরে পড়া এক শিক্ষার্থীকে স্কুলে ভর্তি করালেন শিশুর হাসিমুখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহিন সরকার। একই সাথে বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছে আমানতুল্লাহ ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সামসুল ইসলাম।
আর্থিক সংকটের কারণে মুরাদ নামে এক শিক্ষার্থীর স্কুলে পড়াশোনা করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল।অবশেষে সেই ছাত্রকে ভর্তি করালেন শিশুর হাসিমুখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহিন সরকার। ফাউন্ডেশনের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে মুরাদকে ৬ষ্ঠ শ্রেনিতে বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আমানতুল্লাহ ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: সামসুল ইসলাম।
মুরাদ সদর উপজেলার সালন্দর ইউনিয়নের দক্ষিণ সালন্দর গ্রামের লুৎফর রহমানের সন্তান। পড়াশোনার সুযোগ পেয়ে বেশ খুশি মুরাদ।
শিশুর হাসিমুখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহিন সরকার স্কুল জীবন থেকেই সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষের জন্য কাজ করে আসছেন। মুরাদের বিষয় জানতে পারে আর্থিক সংকটের কারণে বিদ্যালয়ের বেতন বহন করা তার পরিবারের পক্ষে কষ্টকর হয়ে ওঠেছে। যার ফলে সে ছাত্র আর পড়াশোনা করতে পারবে না। এরই প্রেক্ষিতে বিনা বেতনের পড়ার ব্যবস্থা করে দেয় এ তরুণ।
আমানতুল্লাহ ইসলামী একাডেমী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জনাব সামসুল ইসলাম মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিশুর হাসিমুখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহিন সরকার।
তিনি বলেন, এক ছোট ভাইয়ের মাধ্যমে আমি মুরাদের বিষয় জানতে পারি। এরপরে ছেলেটার সাথে কথা বলে বুঝতে পারি তার পড়াশোনার প্রতি অনেক আগ্রহ রয়েছে। কয়েকদিনের মধ্যে তাকে স্কুলে ভর্তি করিয়ে বিনা বেতনে পড়ার ব্যবস্থা করে দেয়। এ ঘটনায় সামসুল ইসলাম স্যারের কাছে কৃতজ্ঞতা জানাই।
মো: রাদ শাহামাদ
শিক্ষার্থী, অষ্টম শ্রেণী, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখার পাঠানোর ঠিকানা [email protected]]
Comments are closed.